বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের হাইলধর ইউনিয়ন কমিটি গঠন, নেতৃত্বে সিরাজ খন্দকার

বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের হাইলধর ইউনিয়ন কমিটি গঠন, নেতৃত্বে সিরাজ খন্দকার

মোঃ সাইফুল ইসলাম (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের ১০ নম্বর হাইলধর ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৬ আনোয়ারা উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে নবগঠিত কমিটির অনুমোদন দেন দক্ষিণ জেলা চালক দলের সভাপতি জনাব মোঃ বদিউল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন চালক দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ তারেক, আনোয়ারা থানা চালক দলের সভাপতি জনাব জরিফ আলী এবং সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন (খোকন)।

নবগঠিত হাইলধর ইউনিয়ন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজ খন্দকার। সহ সভাপতি হিসেবে রয়েছেন মোঃ নুরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ বাবুল এবং সহ সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জিয়া।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ নূর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ছালেক, দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ ফারুক, অর্থ সম্পাদক মোঃ ইসহাক এবং প্রচার সম্পাদক হিসেবে মোঃ আতাউল মনোনীত হয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাজু, লোকমান, আবদুল গফুর, আবুল কালাম, মোঃ মনছুর, মোঃ বেলাল, আবু তাহের, মোঃ নিজামুল হক, মোঃ জয়নাল, মোঃ পারভেজ ও মোঃ ইব্রাহীম প্রমুখ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।