আনোয়ারা প্রতিদিন ;
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা আনোয়ারা উপজেলা ব্যাবস্থাপনায় ১ম পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ভালবাসার ইফতার সামগ্রী ও উপহার ১৯১ টি ফ্যামেলী কে বিতরন করা হয়।
সংগঠনের আনোয়ারা উপজেলা শাখার উপদেষ্টা মাওঃ মুজিবুর রহমান,অধ্যক্ষ ডি.আই.এম জাহাঙ্গীর আলম অত্র সংগঠনের উপজেলা কমিটির সভাপতি কাজী মাওলানা বদরুজ্জামান নঈমী, মুহাম্মদ আবুল বশর,ও নাজিম উদ্দিনর সার্বিক পরামর্শক্রমে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কর্তৃক সহায়তা তহবিলের দায়িত্বশীলদের সার্বিক তত্ত্বাবধানে আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ১৯১ টি ফ্যামেলীকে ভালবাসার উপহার বিতরণ করেন।
উপস্থিত ছিলেন, হাফেজ এ রহিম, মাষ্টার এ হালিম, মাওঃ ফিরুজ মিঞা,মাওঃ নাজিম উদ্দিন, মুহাম্মদ মুরশেদ মুন্সি, জাহেদুল হক সহ সকল দায়িত্বশীল সেনানী ভাইরা আল্লাহ পাক আমাদের এই খেদমত কে কবুল করত: আরও খেদমত করার তৌফিক দান করুন।