আবু বক্কর (চট্রগ্রাম):
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আব্দুস সামাদ বলেছেন, সারা বিশ্বে মুসলিম নির্যাতনের অংশ হিসেবে ভারত সরকার অন্যায়ভাবে নাগরিকত্ব আইন করার মাধ্যমে মুসলমানদেরকে সেখান থেকে উৎখাত করার ষড়যন্ত্র করছে। ভারতের নাগরিকত্ব আইন মুসলমানদের স্বার্থ পরিপন্থী ও ধর্মীয় বৈষম্যমূলক। আজ ২১ ডিসেম্বর বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে প্রত্যয় ও প্রচেষ্টার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে স উ ম আব্দুস সামাদ আরো বলেন, মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুর মতো আরেকটা ইস্যু তৈরী করতে চায় ভারত। অতি দ্রুত বাংলাদেশ সরকার বন্ধুরাষ্ট্র ভারতের সাথে দক্ষ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিষয়টির সমাধানের পদক্ষেপ নেওয়ার আহবান জানান। অন্যথায় রোহিঙ্গাদের মতো অবস্থা হবে ভারতীয় মুসলিমদের। তিনি আরো বলেন, বিজয়ের মাসে রাজাকারের ভুল তালিকা প্রকাশের মাধ্যমে মহান মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। এতে মন্ত্রীর পদত্যাগ করা উচিত। দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে দেশের মানুষের নাভি:শ্বাস উঠছে তারপরও সরকারের মন্ত্রীরা বলছেন দ্রব্যমূল্য স্বাভাবিক রয়েছে! দেশের মানুষ উন্নয়ন চাই কিন্তু সুদূর পরিকল্পনা মাফিক উন্নয়ন করতে হবে। উন্নয়নের নামে যত্রতত্র খোড়াখুড়ির মাধ্যমে পুরো চট্টগ্রাম শহরকে ধুলাবালির শহরে পরিণত করা হয়েছে। মানুষের শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। এহেন পরিস্থিতিতে থেকে জনগণ পরিত্রাণ চায় এবং বাকস্বাধীনতার মাধ্যমে গণতন্ত্রের পুনরুদ্ধার চায়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আল্লামা হাফেজ শিব্বির আহমদ উসমানী। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি ফজলুল করিম তালুকদার, জসিম উদ্দিন মাহমুদ, মাওলানা আব্দুন নবী আলকাদেরী, মাওলানা কাজী মুহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নবীর হোসাইন, সহ সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইল উদ্দিন আনসারি, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহজাহান, আইন সম্পাদক কাজী মুহাম্মদ আমিন উল্লাহ, প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা সরোয়ার উদ্দিন আলকাদেরী, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম শাকিল, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শেখ আরিফুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কাজী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, শ্রম ও কৃষি সম্পাদক আহমদ রেজা রুকু পাঠান, সদস্য জসিম উদ্দিন আলকাদেরী, হাজী আবদুস সাত্তার মোল্লা, মাওলানা এম.এ মতিন, সৈয়দ মুহাম্মদ লিয়াকত আলী, মুহাম্মদ আবু বক্কর, আব্দুল মাবুদ, হাজী এরশাদ মোল্লা, যুবসেনার চট্টগ্রাম মহানগর উত্তর সাধারণ সম্পাদক হাবিবুল মুস্তফা সিদ্দিকী, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি গোলাম মুস্তফা ও সাধারণ সম্পাদক এরশাদুল করিম প্রমুখ। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য আনন্দর্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
