বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের মিনজিরিতলা ও হারুন বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্ব আজ ( ১৩ এপ্রিল) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এই সময় মিনজিরিতলা জনৈক কুলসুমা খাতুন এর টিউমার এর অপারেশন ফলে তার অঙ্গহানির অভিযোগের প্রেক্ষিতে পল্লী চিকিৎসক জমির উদ্দিনের চেম্বারে অভিযান করা হয়।
তল্লাশির সময় তার ব্যাগে অপরাশেনের বিভিন্ন সরঞ্জাম , জীবন রক্ষাকারী ঔষধ পাওয়া যায়। স্বীকারোক্তিতে তিনি স্বীকার করেন যে উনি খৎনা, সিজার,বিভিন্ন অপরাশেন পরিচালনা করে আসছেন দীর্ঘ ১৮ বছর ধরে।
সার্বিক বিবেচনায় পল্লী চিকিৎসক জমির উদ্দিন কে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময় হারুন বাজারে পল্লী চিকিৎসক শাহাদাত হোসেন সুমন কে দীর্ঘ ২২ বছর অবৈধভাবে অপারেশন কার্যক্রম পরিচালনার দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।