বাঁচতে চাই হাছিফ উদ্দীন, স্বপ্ন দেখবে নতুন করে-সাহায্যার্থে এগিয়ে আসুন ,

 

।।মুহাম্মদ  রিফাত মিয়া।।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের একাদশ শ্রেণীতে পড়ুয়া হাছিফ উদ্দীন পিতা:মরহুম আবুল কাসেম মাতা:আনজুমান আরা বেগম গত ৬ জানুয়ারি চট্টগ্রামের এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ডেলটা হেলথ কেয়ার হসপিটালে আই সি ইউ তে ভর্তি ছিল।

বর্তমানে এই স্বপ্নবাজ ১১দিন আই সি ইউ তে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ২৮নং ওয়ার্ডের কেভিনে ভর্তি।

কলেজ পড়ুয়া হাছিফ উদ্দীনের বাবা নেই মা এবং ছোট ভাইকে নিয়ে তার ছোট্ট পরিবার। তার চিকিৎসা করতে গিয়ে তার পরিবার প্রায় নিঃস্ব।

বর্তমানে তার ব্যয়বহুল চিকিৎসা চালাতে পরিবার পক্ষে হিমসিম খাচ্ছেন। তার মায়ের সাথে কথা বলতে গিয়ে তিনি অশ্রুসজল চোখে ছেলেকে বাঁচাতে সবার কাছে সাহায্য কামনা করেন।

মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।যে জীবন/মানুষ অন্যের বিপদে এগিয়ে আসে না তার কোন মূল্য নেই। আপনাদের ছোট ছোট সাহায্য একটি ছেলেকে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে পারে।আপনারা সহযোগিতা করলেই হয়তো নতুন করে সে আবার স্বপ্ন দেখবে। আপনাদের সহযোগিতার হাত মুছে দিতে পারে তার মা জননীর চোখের জল।

স্থানীয় জনসাধারণ তার এই অসময়ে পাশে দাঁড়িয়েছে। পাশে দাঁড়িয়েছে দুর্বার বারখাইন এর মতো সামাজিক সংগঠন। স্থানীয় সকল সংগঠন থেকে তার মা আনজুমান আরা সহযোগিতা সাহায্য করার আকুল আবেদন জানান।

আর্থিক সহযোগিতা করতে বিকাশ করুন:
মেজবাহ উদ্দীন: 01822977859(পার্সোনাল)

রোগী সম্পর্কে জানতে :
আসিফ উদ্দীন(ভাই)
01888503019