বরুমচড়া হামলায় ইউপি সদস্য তার স্ত্রী আহত

আনোয়ারা প্রতিদিন ডেস্ক ;

আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৭ নং ওর্য়াডের ইউপি সদস্য সালেহ আহমেদ (৪৮) ও তার স্ত্রী নুর বেগম (৩৫) প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হয়।

এবিষয়ে  আনোয়ারা থানায় গত ২০ মে অভিযোক্ত ১০ জনের বিরোদ্ধে মামলা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্য সালেহ আহমেদ এলাকার ইয়াবা সেবন ও সামাজিক অপরাধে বাঁধা দেয়ায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালিয়ে গুরুত্বও আহত করে। হামলার সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী নুর বেগমও আহত হয়।  উল্লেখ করা হয় হামলাকারীরা মারধরের পর ইউপি সদস্যের ঘরে ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের নগদ টাকা ও মালামাল লুটকরে নিয়ে যায়।

এ ঘটনায় অভিযোক্ত মো. সোলেমান (২৪),সোহেল (২৬), মোরশেদ (২২), জাহেদ (২৩), মনি (২৪), মিজান (২৮), সোবহান (২৮), মো. হোসেন (৫০), মোতালেব (৫২) ও ভেট্টু (৫৫)ও বিরোদ্ধে আহত ইউপি সদস্য সালেহ আহমেদের স্ত্রী বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা নং ১৭/২০ মে ২০২০ ইং মামলা দায়ের করা হয়েছে।

আহত ইউপি সদস্য সালেহ আহমেদ জানায়,মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা সঙ্গবদ্ধ হয়ে আমার ও আমার স্ত্রীর উপর হামলা করে। এসময় তারা আমার ঘরে রক্ষিত ৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল লুটকরে নিয়ে যায়।

বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী জানায়, মামলার আসামীরা দীর্ঘ দিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা ও অসামাজিক কাজে লিপ্ত আছে। এসব কাজে বাঁধা দেয়ায় ইউপি সদস্য সালেহ আহমেদ ও তার পরিবারের উপর পরিকল্পিত ভাবে হামলা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। হামলায় ইউপি সদস্য গুরুত্বর আহত। এঘটনায় অভিযোক্ত ১০ জনের বিরোদ্ধে থানায় মামলা হয়েছে।