প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে তৌহিদুল হক চৌধুরীর মতবিনিময়

আনোয়ারা প্রতিদিন নিউজ ডেস্ক:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আনোয়ারায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া তথা গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

গতকাল সোমবার (১৩ মে) সন্ধ্যা ৭টায় আনোয়ারা কালা বিবি দিঘির মোড়ে তার নির্বাচনী অফিসে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল হক চৌধুরী বলেন, আমি মন্ত্রী এমপির প্রার্থী নই জনগণের প্রার্থী। জনগণই আমার শক্তি। জনগণকে সাথে নিয়ে নির্বাচনী মাঠে থাকবো। সুষ্ঠু ভোট হলে জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে বলে আশা রাখি।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। আপনারা জনগণের পক্ষে কথা বলুন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। ১০ বছর চেয়ারম্যান থাকাকালীন জনগণের সাথে ছিলাম ভবিষ্যতেও থাকবো। জনসাধারণের ক্ষতি হয় এমন কোন কর্মকাণ্ড করিনি আগামীতেও করব না। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালনা করা হবে।

আমার দরজা জনগণের জন্য সব সময় খোলা ছিল ভবিষ্যতেও তা থাকবে। কারো কারো মন্ত্রী এমপি থাকলেও আমার কাছে আল্লাহ আছে জনগণ আছে। তিনি উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে দোয়াত কলম মার্কায় ভোট চান। মতবিনিময় সভায় তৌহিদুল হক চৌধুরী গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রথমবারের মতো আনোয়ারায় বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের নেতা নজরুল আনসারী মুজিব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগামী ২৯শে মে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত দুইবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী নির্বাচিত হন। এবার মন্ত্রী এমপির সমর্থন ছাড়াই নির্বাচনী মাঠে লড়ছেন তৌহিদুল হক চৌধুরী।