পিএবি সড়কের শোলকাটা এলাকায় বাস-সিএনজি মুখোমোখি আহত শিশুসহ ৪ জন

আনোয়ারা প্রতিদিনঃ

আনোয়ারায় পিএবি সড়কের শোলকাটা এলাকায় বাস-সিএনজি মুখোমোখি সংঘর্ষে ৬ মাস বয়সের এক শিশুসহ ৪ জন আহত হয়।

গত শনিবার (১৯ ডিসেম্বর) রাত ৭ টায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের আনোযারা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা জন্য ভর্তি করা হয়।

আনোযারা থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, গত শনিবার রাত ৭ টায় চট্টগ্রাম শহর মুখি এস. আলম পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমোখি সংর্ঘষ হয়।

এতে সিএনজি অটোরিক্সারর যাত্রী সাতকানিয়া উপজেলার জহিরুল (৪২) ও তাঁর শিশু পুত্র মো. জিসান (৬মাস)সহ অজ্ঞাত আরো ২ যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, পিএবি সড়কের শোলকাটা এলাকায় বাস-সিএনজি সংঘর্ষের ঘটনায় আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ৬ মাসের শিশুটি একটু বেশি আঘাত পেলেও তেমন গুরুতর নয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, পিএবি সড়কে দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে, তবে দূর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।