নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) :
প্রতিবছরের ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত সারা বাংলাদেশে একসাথে আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষা, পাঁচলাইশ ওয়ার্ড জোনে শাহ হাবিব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী।
পরিদর্শন শেষে তিনি বলেন আল্লামা হাশেমী (রহঃ) আমার শিক্ষক ছিলেন। তিনি সব সময় শিক্ষানুরাগী ছিলেন এবং জ্ঞানঅর্জনকে গুরুত্ব দিতেন। তিনি বাংলাদেশে সুন্নিয়ত প্রতিষ্ঠায় ব্যাপক ভুমিকা রেখেছেন।
পরিক্ষা পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ ইকবাল চৌধুরী।
তিনি বলেন আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরিক্ষা চট্টগ্রামে আলোড়ন সৃষ্টি করেছে। হাজার হাজার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য হাশেমী বৃত্তি আলোর বাতিঘর হিসেবে করছে।
নূরউদ্দিন কোম্পানি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোরশেদুল আলম, দরবারের শাহাজাদাদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা কাযি মুহাম্মদ মহিউদ্দিন হাশেমী, ছোট শাহজাদা মাওলানা কাযি মুহাম্মদ জিয়া উদ্দিন হাশেমি, মাওলানা মঈনুদ্দিন সমরকন্দি, মাওলানা নুরুল আলম চিশতি, ডাঃ নাসির উদ্দীন শাহ, ফরহার আলী, রেজাউল করিম সহ অনেকে।
চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজারসহ প্রায় ৩০টি ১৫ হাজার অংশগ্রহন কারি পরীক্ষায় ট্যালেন্টফুল, এ গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি পাবেন কোমলমতি ছাত্র-ছাত্রীরা ।







