গাড়ির কৃত্রিম সংকট দেখিয়ে চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে রাস্তায় আবারো বিশেষ অভিযানে নেমেছেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।
শুক্রবার (২৭ ডিসেম্বর ) রাত সাড়ে ১১টা থেকে প্রায় সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টা অভিযান চালিয়ে ১টি যাত্রীবাহী বাস ও ১টি মাইক্রোকে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন।
জানা গেছে, পটিয়া বাইপাস সড়কে বেপরোয়া গতিতে এসআই পরিবহনের একটি বাসের চালক রবিউল ইসলামকে ১০ হাজার টাকা ও একটি মাইক্রোর ড্রাইভার মিলন মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
যাত্রীদের অভিযোগ, সন্ধ্যা হলেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া রুটে চট্টগ্রাম শহর থেকে নির্ধারিত ২০ টাকা ভাড়ার পরিবর্তে ৫০-১০০ টাকা পর্যন্ত নেওয়া হয়। এ নিয়ে যাত্রী কল্যাণ সমিতি ও সাধারণ যাত্রীদের অভিযোগ নিত্যদিনের। বাদ-প্রতিবাদের পরও অদৃশ্য কারণে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার গাড়ির কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এসব অভিযোগের সূত্র ধরে আবারো শুক্রবার রাতে ইউএনওর বিশেষ অভিযান সাধারণ যাত্রীদের নজর কেড়েছে।
অনেকেই ফেসবুক পেইজে বিভিন্ন মতামত দিয়েও সাধুবাদ জানিয়েছেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
অভিযান প্রসঙ্গে পটিয়ার ইউএনও হাবিবুল হাসান জানান, অতিরিক্ত ভাড়া আদায় ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ পেলে তিনি যেকোন সময় অভিযান চালাবেন। যাত্রীদের জিম্মি করে ভাড়া নেওয়া বন্ধ করতে হবে।
প্রাথমিকভাবে জরিমানা করা হচ্ছে। এতে কোন প্রতিকার না হলে পরবর্তীতে কারাদণ্ড দেওয়া হবে বলে হুশিয়ার দেন তিনি।