হাটহাজারীতে সুন্নি আলেম মাহবুবুল আলম নুরে বাংলার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ মুসল্লিরা। শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজের পর ইসলামিয়া হাট কেন্দ্রীয় মসজিদের সামনে হযরত শাহ সূফি সৈয়দ মকবুল আহমদ শাহ স্মৃতি সংসদের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন মকবুল শাহ দরবারের সাজ্জাদানশীন নুরুল আজম শাহ।
সংগঠনের সাধারন সম্পাদক শাহাবুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামিয়াহাট কেন্দ্রীয় মসজিদের খতিব আল্লামা ইলিয়াছ হোসাইন।
বক্তারা বলেন, কিছু নামধারী আলেম যারা সব সময় নবীর শানে, অলীর শানে এমনকি খোদার শানে কটুক্তি করে বেয়াদবি করে তাদের কোনো বিচার হয়না, গ্রেফতার হয়না।
আর সেসব আলেমদের বেয়াদবির জবাবে যখন সুন্নি আলেম মাহবুবুল হক নুরে বাংলা প্রতিবাদ করল, সমালোচনা করল তাকেই গ্রেফতার করল প্রশাসন।
বক্তারা আরো বলেন অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও তাদের গ্রেফতার করা হয়না। অথচ মামলার আগেই সুন্নি আলেমকে গ্রেফতার করা হল। যা অত্যন্ত নিন্দনীয়। বক্তারা অনতিবিলম্বে নুরে আলমের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
উল্লেখ্য সম্প্রতি সাতকানিয়া একটি মাহফিল থেকে উস্কানিমূলক বক্তব্যের কারনে তাকে গ্রেফতার করা হয়।