চট্টগ্রাম ;
চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন (চেসা) – এর ত্রি- বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠানে গত ২১ ফেব্রুয়ারী ২০২৫ – এ গঠিত নির্বাচন কমিশনের সাথে চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন – এর নেতৃবৃন্দের সভা গতকাল ১৯ এপ্রিল শনিবার বিকেল পাঁচটায় আগ্রাবাদস্থ নির্বাচন কমিশন কার্যালয় আরগ চেম্বারে অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মেঃ নাসির উদ্দীন স্যারের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহমুদ আলম, মোশতাক আহমদ তালুকদার এবং আনোয়ার কামাল।
সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠন সভাপতি এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রাশেদ এবং প্রচার সম্পাদক ক্যাপ্টেন ইয়াছির আরাফাত।
এসময় সংগঠন সভাপতি সম্মানিত প্রধান নির্বাচন কমিশনারের নিকট সংগঠনের গঠনতন্ত্র ও সদস্য তালিকা হস্তান্তর করেন। সংগঠন নেতৃবৃন্দ দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানিয়ে যাবতীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।