নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ’-ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম নগর দক্ষিণ

আনোয়ারা প্রতিদিনঃ

নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য লাগামহীন, গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যাগে গত ৮ এপ্রিল, বৃহস্পতিবার, নগরীর চাকতাই- খাতুনগঞ্জ মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন পবিত্র ধর্ম ইসলামে পণ্য মজুতকে হারাম ঘোষনা করা হয়েছে। তারপরও রমজানকে সামনে রেখে মজুত ব্যবসায় নেমে পড়েন। আর এভাবে মজুত করার কারনে স্বল্প আয়ের জনগোষ্ঠি প্রয়োজনীয় পণ্য ক্রয়ে জঠিলতার সম্মুখীন হয়।

তাই নিজের সুবিধার্থে অন্যের জন্য প্রতিবন্ধকতা সৃষ্ঠি করা কোন ধর্মই সমর্থন করবে না। অনেক নিত্যপণ্য এমনকি চাল, ডাল,চিনি,চনা, ভোজ্যতৈল, সাবান, হ্যান্ডস্যানিটাইজার, স্যাবলন, অক্সিজেন সিলিন্ডারসহ সবকিছুই মজুত করে নিজের বাসগৃহকে গুদামে পরিনত করেন, যা অমানবিক।

একদিকে করোনা মহামারি অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের চরম উর্ধ্বগতিতে মধ্যেবিত্ত ও সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। একশ্রেণীর ব্যবসায়ী অসাধু আমলার যোগসাজশে ব্যবসা নিয়ন্ত্রণ করে অর্থ হাতিয়ে নিচ্ছে।

যেখানে সাধারণ জনগন লগডাউনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম সেখানে বাণিজ্যিক সিন্ডিকেট নতুন ভাইরাসের জন্ম দিচ্ছে। অনতিবিলম্বে সিন্ডিকেট কারীদের আইনের আওতায় আনার জোরদাবী।

অন্যদিকে কারণ ছাড়ায় গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, এক সিটে একজন করে বসার সিদ্ধান্ত দিলেও কিন্তু একজন যাত্রী নামার পর অন্য যাত্রী গিয়ে বসছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ বেইনী।