নপুর শর্মা ও নবীন জিন্দালকে গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিতে আনোয়ারা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত 

এম ডি এইচ রাজু, আনোয়ারা প্রতিদিনঃ

ভারতের ক্ষমতাশীন দলের নেত্রী নপুর শর্মা ওমূখপাত্র নবীন জিন্দাল কতৃক মহানবী (দঃ) মা আয়েশা ছিদ্দিকা (রাঃ) শানে কটুক্তি মূলক বক্তব্যের  প্রতিবাদে আজ শুক্রবার ১০ জুন বিকালে আনোয়ারা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়।

উক্ত সমাবেশে আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন,প্রধান বক্তা ছিলেন, ইসলামী চিন্তাবিদ মাওলানা এনাম রেজা কাদেরী।

বিশেষ বক্তা ছিলেন, মাওলানা আশেকুর রহমান আলকাদেরী,উপজেলা সাধারণ সম্পাদক এইচ এম আবদুর রহিমের সন্ঞালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মুহাম্মদ মজিবুর রহমান, নাজিম উদ্দীন, মাওলানা মফিজ উল্লাহ, মুহাম্মদ মোরশেদুল আলম,যুবনেতা মনিরুল ইসলাম, মুহাম্মদ আলমগীর,মাওলানা আবু ছাদেক নিজামী,মুহাম্মদ নাজিম উদ্দীন, ছাত্রনেতা এস এম ফরহাদুল হক,মুহাম্মদ শহীদুল ইসলাম,আ,ন,ম নাসির উদ্দীন, মিজানুর রহমান,ইসমাইল হোসেন, এস এম গোফরানুল হক প্রমূখ।

বক্তৃতা বলেন,রাসুল (দঃ) এর শানে অবমাননাকর বক্তব্যের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড।যতক্ষণ না পযর্ন্ত নপুর শর্মা ও নবীন জিন্দাল কে গ্রেফতার পূর্বক মৃত্যু দন্ড কার্যকর করবেননা ততক্ষণ পযর্ন্ত আন্দোলন অব্যাহত থাকবে। নেতৃবৃন্দ বাংলাদেশের পার্লামেন্টে এ বিষয়ে নিন্দা প্রস্তাব গ্রহণ পূর্বক ভারতীয় পণ্য বর্জনের দাবি জানানো হয়েছে।

মানববন্ধন শেষে বিশাল বিক্ষোভ মিছিলটি চাতুরী চৌমুহনী হয়ে কালবিবির দীঘির মোড়ে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।