দৃষ্টি আকর্ষণঃ
এই মর্মে জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সি, ইউ, এফ, এল সড়কের সংস্কারের ব্যাপারে দীর্ঘ ১ বৎসর যাবত কাফকো-সি,ইউ,এফ,এল এর সাথে যোগাযোগ করে আমি সমন্বয়কারী হিসেবে সড়ক ব্যবহারকারী পাঁচটি প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করেছি।
উক্ত সংগ্রহকৃত অর্থগুলো কাফকোর কাছে সি,ইউ,এফ,এল জমা রেখেছেন। সি,ইউ,এফ,এল কর্তৃপক্ষ কাফকো কর্তৃপক্ষকে সড়ক সংস্কারের জন্য দায়িত্ব অর্পণ করেন এবং কাজের দায় দায়িত্ব কাফকো কর্তৃপক্ষ বুঝে নেন। দীর্ঘ এক বছর ধরে অপেক্ষা করার পর কাফকো কর্তৃপক্ষ মেরামত করবে বলে, করছি, করতেছি, করব বলে সময় ক্ষেপন করে আসছে।
অদ্যবধি তারা কাজ করার ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ নেননি। আমি জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে জনগণকে সাথে নিয়ে সকল প্রতিষ্ঠানের যানবাহন বন্ধ করে দেওয়ার পক্ষে মতামত দেই। ইতিমধ্যে কাফকো কর্তৃপক্ষ গত ২রা জানুয়ারি ২০২০ইং ” দৈনিক আজাদী পত্রিকার” বিজ্ঞপ্তির মাধ্যমে সড়ক মেরামতের টেন্ডারের কৌশল অবলম্বন করেন।
যতোটুকু বুঝতে পারছি, কাফকো কর্তৃপক্ষ আগামী ৪ঠা জানুয়ারি আন্দোলন বন্ধের আশ্রয় নিচ্ছেন। এ বিষয়ে আমি মাননীয় ভূমি মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ-আলোচনা করলে টেন্ডার প্রক্রিয়ার সময় পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত দেন। যদি কাফকো কর্তৃপক্ষ সময়সীমার মধ্যে সড়ক সংস্কারের কাজ সমাপ্ত না করে, আনোয়ারার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবো।
এখানে আরো উল্লেখ আছে যে, বৈরাগ ইউনিয়নের সকল সুযোগ-সুবিধা ভোগ করার পরেও কাফকো কর্তৃপক্ষ এ পর্যন্ত বৈরাগে কোন কাজ করেছে এমন নজির আমার জানা নাই। এছাড়াও কাফকো, সিইউএফএলে যে পরিমান গ্যাস-বিদ্যুতের রিজার্ভ আছে তা পুরো আনোয়ারা দিয়েও মজুত থাকে। কাফকো কর্তৃপক্ষ বৈরাগ ইউনিয়ন বাসির মাথায় কাঁঠাল ভেঙ্গে খেয়ে যাচ্ছে, কিন্তূ বৈরাগবাসিকে কোন সুযোগ সুবিধা দিচ্ছেনা। বৈরাগ ইউনিয়নে যদি কোন অগ্নি কান্ড কিংবা প্রাকৃতিক দূর্যোগ হয় তাহারা সাহায্যের হাত বাঁড়ায়না এবং অপারগতা স্বীকার করে।
সর্বোপরি, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সকল শিল্প প্রতিষ্টানের প্রতি দ্রুত সি,ইউ,এফ,এল সড়ক সংস্কার করে জনগণের চলাচলের ব্যবস্থার আহবান করছি।
বি.দ্রঃ ধন্যবাদ মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় ও সকল জনসাধারনকে আস্থা রেখে সহযোগিতা করার জন্য।
নিবেদক,
আলহাজ্ব মোহাম্মদ সোলাইমান,
চেয়ারম্যান,
১নং বৈরাগ ইউনিয়ন পরিষদ