আন্তর্জাতিক: ভারতে নাগরিকত্ব সংশোধনবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রতিবাদেরমধ্যে রাজধানী শহর দিল্লির একটি মসজিদেআগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সহিংসপ্রতিবাদে পুলিশের একজন হেড কনস্টেবলসহমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭জন।
ভারতের ‘দ্যা ওয়ার’ নামে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিরঅশোক নগরে বিক্ষুব্ধ জনতা জয় শ্রীরাম বলেচিৎকার এবং জ্বলন্ত মসজিদের চারপাশেপ্যারেড করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়াভিডিও ফুটেজে দেখা গেছে, ‘কিছু জনতামসজিদের মিনারে উঠছে। সেখানে তারাগেরুয়া রঙের পতাকা লাগানোর চেষ্টা করছে।’
স্থানীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, ‘উত্তেজিত জনতা ওই এলাকার দোকানগুলোটার্গেট করেছে।’ পুলিশ উত্তরপূর্ব দিল্লিতে বড়ধরনের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপকরেছে। ওই এলাকায় বিভিন্ন অবকাঠামোতেআগুন ধরিয়ে দেওয়া এবং ব্যাপকভাবে পাথরছোড়ার ঘটনা ঘটেছে।
গুরু তেজবাহাদুর হাসপাতালের অধ্যক্ষ সুনীলকুমার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকেজানান, সহিংসতায় ১৭ব্যক্তি নিহত হয়েছে। আহতদের অধিকাংশজনকেই এই হাসপাতালেচিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।হাসপাতালটির উপ-অধ্যক্ষ রাজেশ করলাজানান, ‘হাসপাতালে ভর্তি লোকজনের মধ্যেগুলিতে আহত লোকজনও রয়েছে। তিনি আরও জানান, ‘মঙ্গলবার ১০জন গুরুতর আহতসহমোট ৩১জন তাদের হাসপাতালে ভর্তিহয়েছে।’
অখিল মিত্র নামে একজন সিনিয়র পুলিশকর্মকর্তা বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডট্রাম্পের দুইদিন সফরকালীন সময়ে সহিংসতায়অন্তত ১৫০জন আহত হয়েছে।’
এদিকে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ করালা নগর,মৌজপুর , ভজনপুর , বিজয় পার্ক এবং যমুনাবিহার এলাকায় নতুন করে সহিংসতার খবরপাওয়া গেছে।
সহিংসতার ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দকেজরিওয়াল নতুন নির্বাচিত বিধায়কদের নিয়েএক জরুরী বৈঠকের পর শহরের বাসিন্দাদেরপ্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।