দক্ষিণ জেলা ছাত্রদলের অাওতাধীন সকল উপজেলা,পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতা কর্মী ও সমর্তক ভাইরা প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দু অাজ সকলের উপস্থিতিতে অামরা একটা সফল প্রোগ্রাম জেলা বি এন পিকে উপহার দিতে পেরেছি,,অালহামদুলিল্লাহ
এই কৃতিত্ব সকল উপজেলা সভাপতি, সাধারন সম্পাদকের না, এই কুতিত্ব তৃনমুলের কর্মীদের,তাই অামাদের সামনের বাকশাল সরকারের বিরুদ্ধে অান্দোলনের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ইস্পাত কঠিন অান্দোলন করতে হবে
অামাদের মাঝ থেকে সৃষ্টি হতে হবে মেধাবী,ত্যাগী, শিক্ষিত ও পরিশ্রমী নেতৃত্ব, তোমাদের বুঝতে হবে কারা যোগ্য নেতৃত্ব দিয়ে কর্মী সৃষ্টি করতে পারে,কারা অান্দোলনের স্রোত হতে পারে,তাই সবার প্রতি অাহবান অাপাতত তোমরা নিজ নিজ উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে তৃনমুল কে শক্তিশালী করা
অামরা যারা বর্তমানে উপজেলা,পৌরসভা ও কলেজ কমিটি রয়েছি,,অামরা তোমাদের থেকে পেতে চাই অাগামী দিনের জেলা, উপজেলা, পৌরসভা ও কলেজ কমিটিতে যোগ্যতার মাপকাটি দিয়ে এগিয়ে অাসা নেতা কর্মী,,যাতে সঠিক নেতৃত্ব দিয়ে চট্রগ্রাম দক্ষিন জেলা ছাত্রদল সবার থেকে শক্তিশালী হয়!
অবশেষে তোমাদের সকল সহযোগিতা কামনা করছি!!
