ত্রান দিয়ে অসহায়ের পাশে দাঁড়ালো আঞ্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ, ঝিওরী শাখা

মু.রিফাত মিয়া,আনোয়ারা প্রতিদিন ;

আজ ২০ই এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামা’ আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নুরী (মা:জি:আ:) হুজুরের নির্দেশনায় আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ও আঞ্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ আনোয়ারা ঝিওরী শাখার ব্যবস্থাপনায় ৬নং বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামে খেটে খাওয়া গরিব,অসহায় মানুষের মাঝে উপহার(ত্রান সামগ্রী) প্রদান করা হয়

বিতরনের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা নুরী হুজুর।উপস্থিত ছিলেন ঝিওরী শাখার সভাপতি নূর হোসেন শওকত ,সহ-সভাপতি আলী আকবর সুমন ,সাধারণ সম্পাদক আলী আজগর অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহিম সহ সংগঠনের সদস্যবৃন্দ।উপদেষ্টা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন ,মোহাম্মদ ইয়াসিন এবং মোহাম্মদ কামরুল হাসান রুবেল।

বিতরন শেষে সংগঠনটির প্রতিষ্ঠাতা বলেন আমাদের এই উদ্যোগ সারা দেশের প্রতিটি শাখায় নেওয়া হচ্ছে।জাতির এই ক্রান্তি লগ্নে পাশে থাকাটা আমাদের নৈতিক দায়িত্ব।এরপর দেশে করোনা ভাইরাস নামক মহামারী থেকে প্রত্যেক মুসলমানকে হেফাজতের জন্য দোয়া করে সমাপ্ত করা হয়।