তৃণমূল আওয়ামীলীগের ত্যাগী-পরিক্ষীত নেতা-কর্মীদের দূর্ভাগ্যে, রাজাকার পরিবার সমৃদ্ধ

এম জসিম উদ্দীন——–
সুবিধাবঞ্চিত-অবহেলিত অনেকেই আজন্ম গণমানুষের সঙ্গে কর্মীবান্ধব চরিত্র নিয়ে আন্দোলনে, সংগ্রামে তৃণমূল থেকে নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে উঠে এসে বারবার অগ্নিপরীক্ষা দিয়েও না পান দলীয় পদবি, না হন জনপ্রতিনিধি।

অন্যদিকে রাজাকারের রক্তের উত্তরসূরি, অনুপ্রবেশকারী হাইব্রিডরা উড়ে এসে জুড়ে বসেন, সব দেখেন,আর সব জয় করেন। তাদের মেধা,যোগ্যতা ও সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু পদোন্নতি ও প্রাপ্তিযোগ নিয়ে প্রশ্ন রয়েছে

সেই প্রশ্নের হিসাব কখনো মিলবেনা। কারন, পূর্বপুরুষদের প্রতিদানেও অনেকে নেতা হয়েছেন, অনেকে মন্ত্রী হয়েছেন। এদেশে স্বাধীনতাবিরোধী পরিবারের দানব সন্তান, হাইব্রিডরা বড়বড় নেতা-মন্ত্রীদের সান্নিধ্যে এসে হঠাৎ নেতা, হঠাৎ জনপ্রতিনিধি, হঠাৎ ব্যাংক-বীমার মালিক হওয়া অস্বাভাবিক কিছু নয়।

এদের অনেকের নাই নেতৃত্বের দাপট, নাই রাজনৈতিক প্রজ্ঞা, নাই গণমানুষের নেতা হয়ে রাজনীতির দীর্ঘ ইতিহাস রচনা করে আসার বর্নাট্য অতীত । স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তানেরা পূর্বপুরুষদের প্রতিদান পাওয়া নেতা-মন্ত্রীদের কারণে এতটাই ক্ষমতাধর হয়ে উঠেছে যে, নেতার বদলে ওরা নিজেরাই শাসকের ভূমিকায় দৃশ্যমান হচ্ছে । এ রাজনীতি জাতির জন্য বড় দূর্ভাগ্যের।

আমি যে প্রসঙ্গটি বলতে চেয়েছি, তা হচ্ছে-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আতাউর রহমান খান কায়সার, আখতারুজ্জামান চৌধুরী বাবু’দের যে রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, আবেগ, অনুভূতি ছিল,বর্তমানে আনোয়ারায় যেসব নেতারা আওয়ামী লীগে নেতৃত্ব দিচ্ছে তাদের তা নেই । তাদের মাথায় সবসময়ই ঘুরপাক খায় কিভাবে রাজাকার পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায়।

যেমন, কিছুদিন আগে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের একটি টিম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে । তাদের সাথে ছিলেন মুজিবকোট পরিহিত ডজন খানেক রাজাকারের দানব সন্তান।

এ ঘটনায় বঙ্গবন্ধু-অন্তপ্রাণ লাখ লাখ মানুষকে কতটা ব্যাতিত করেছে, কত হৃদয়ে রক্তক্ষরণ ঘঠিয়েছে তা আমি জানিনা। এ জরিপের দায়িত্ব আপনাদেরকেই দিলাম। কিন্তু বঙ্গবন্ধুর প্রতি আজন্ম নত আমার বিশ্বাস, চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতির জায়গা থেকে হৃদয়টাই ভেঙে গিয়েছে।

প্রতিদান পাওয়া সেই নেতা-মন্ত্রীদের সীমাহীন নির্লজ্জ, ঔদ্ধতাপনাকেও কি আমাদের মেনে নিতে হবে ? আমরা একটা অনুভূতিহীণ-জবাবদিহিবীহিন অসার রাজনৈতিক সমাজে বসবাস করছি । মাঝেমধ্যে মনে হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চারিদিকের একদল মোনাফেক-চাটুকারের দেয়ালে আটকা পড়েছেন। মনে হয়, তিনি একা হয়ে পড়েছেন ।

রক্তে যার সাংবাদিকতা পেশা তারা অবশ্যই সাহসী কলমসৈনিক হয়ে আনোয়ারার আওয়ামী রাজনীতির হালচাল নিয়ে কিছু লিখার চেষ্টা করবেন,  আপনাদের লেখনীতে সুবিধাবঞ্চিত, অবহেলিত দলের তৃণমূল ত্যগী নেতা-কর্মীদের মূল্যায়ন হবে এটুকুই প্রত্যাশা করি ।