নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডিএপি ফাটিলাইজার কোম্পানী লিমিটেড সারকারখানার বিষাক্ত গ্যাসের পানি পান করে ৩টি মহিষের মৃত্যু হয়। আজ ২০ এপ্রিল (রবিবার) বিকেল ৫টার দিকে এই মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয়ভাবে জানা যায়, ২নং বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামের বাসিন্দা খামারি মো. রফিকের ৩(তিন) মহিষ গুলো বিষাক্ত পানি পান করে মৃত্য হয়। তিনি প্রতিদিনের মতো মহিষগুলো মাঠে দিয়ে আসেন। বিকেলে হঠাৎ রাসায়নিক মিশ্রিত বিষাক্ত পানি পান করার পরে তার ৩টি মহিষ তৎক্ষনাৎ মৃত্যু হয়েছেন।এছাড়াও আরো কয়েকটি মহিষ অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত মো. রফিক জানান, বিষ মিশ্রিত পানি পান করে আমার তিনটি মহিষ মারা গিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা। আমার এই ক্ষতিপূরণ কে দিবে কর্তৃপক্ষ বারবার আশ্বস্ত করলেও কোন সময় ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ।
এবিষয়ে ডিএপি সার কারখানার জিএম (প্রশাসন) আব্দুল জলিল বলেন, ডিএফসিএলের পানি খেয়ে মারা গেছে এটাতো নিঃশ্চিত না। অন্য কারণে হয়তো মারা যেতে পারে। এটা পোস্টমর্টেম করলে তখন বুঝা যাবে। আমাদের তেমন এ্যামোনিয়ার উৎপাদন নেই। সামান্য যে বর্জ্য যায় তা খেলে পশু মারা যাওয়ার কথা নয়। তারপরও আমরা মানুষের ক্ষতি হোক তা চাইনা। পোস্টমর্টেম রিপোর্টে যদি প্রমাণিত হয় তাহলে আমরা ক্ষতিপূরন নিশ্চিত করব।