ডেস্ক রিপোর্ট #
মাঘের শীতে কাঁপছে দেশ।প্রচন্ড শীতে অসহায় দুস্থ মানুষ।শীতার্তদের জন্য শীতবস্ত্র মাথায় বহন করে গহিরা,সরেঙ্গা,জুঁইদন্ডী বাড়ি বাড়ি গিয়ে পৌছালো শীতবস্ত্র,সামাজিক সংগঠন ‘স্বপ্নবাজ’।
শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে গরীব ও অসহায় মানুষ,বেশ কয়েকদিনের হাড় কাপানো ঠান্ডায় সীমাহীন দুর্দশায় দিন কাঠছে অসহায় মানুষ,ঠান্ডার হাত থেকে মুক্তি পেতে যে পরিমান পোষাকের প্রয়োজন অনেকেরই নাই।
সামাজিক সংগঠন ‘স্বপ্নবাজ’-পরিচালকদের সহায়তায় থাকলেন – এ এইচ এম নিজাম চৌধুরীর প্রধান সম্পাদক আবদুর রহিম জিলানী, এডমিন নজরুল ইসলাম খোকা, এডমিন মনছুরুল হক, এডমিন আর জে রাশেদ,এডমিন আরিফুল ইসলাম মাহিন,মডারেটর মুহাম্মদ মনিরুল ইসলাম,স্বপ্নবাজ আশিক,মুহাম্মদ ইব্রাহিম।
উপস্থিতিতে গরীব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করা হয়।