আনোয়ারা প্রতিদিনঃ
আনোয়ারা উপজেলায় জোনাকী ফাউন্ডেশনের উপদেষ্টা, মাওলানা শেখ মুহাম্মদ আবুল বশর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আনোয়ারা ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী শেখ মুহাম্মদ সরওয়ার হোসেনের উপহার সামগ্রী পেল ৬নং বারখাইন ইউনিয়নের ৩৫০ পরিবার।
আজ বৃহস্পতিবার ২২ এপ্রিল দীর্ঘদিনের ধারাবাহিকতায় জোনাকী ফাউন্ডেশন এবং দুর্বার বারখাইনের স্বেচ্ছাসেবী ভাইদের সহযোগিতায় উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত উপহার সামগ্রী মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি নিজ গ্রামস্থ পাশ্ববর্তী পাড়ার সনাতন ধর্মাবলম্বীরাও পেয়েছেন।
এতে করে আমরা মনে করি হিন্দু সম্প্রদায় ও মুসলিম সম্প্রদায়ের মাঝে পারস্পরিক ভ্রাতৃবোধ বৃদ্ধি পাবে।
আশাকরি জোনাকী ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ মুহাম্মদ সরওয়ার হোসেনের এই প্রায়াস দেখে সমাজের অন্যান্য বিত্তশালীরাও গরীব দুস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসবেন এবং তাদের সহায়তার হাত বাড়িয়ে দিবেন।
এ বিষয়ে জোনাকী ফাউন্ডেশন চেয়ারম্যান ডাঃ রাশেদ উল আলম বলেন, প্রতি বছরের ন্যায় এ বছর ও শেখ মুহাম্মদ সরওয়ার হোসেনের সহযোগিতায় এই ছোট্ট উপহার সামগ্রী বিতরণ করেছি, অনুুুরোধ থাকবে সমাজের উচ্চবর্গের আছেন, বিত্তশালীরাও গরীব দুস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসবেন এবং তাদের সহায়তার হাত বাড়িয়ে দিবেন