জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম,মোয়াজ্জীন,হাফেজ পেল আর্থিক সহায়তা

রিফাত মিয়া,আনোয়ারা প্রতিদিন ;

আনোয়ারা থানার ৬নং বারখাইন ইউনিয়ন এবং আশেপাশের ৩৫ টি মসজিদের ৫৭ জন হাফেজ,ইমাম,মোয়াজ্জীনের মাঝে জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে আনোয়ারা ট্রেডিং কর্পোরেশনের সত্বাধিকারী শেখ মুহাম্মদ সরওয়ার হোসেনের সহযোগিতায় তার মা-বাবার ইছালি ছওয়াবের উদ্দ্যেশে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিশ্ব জোরে যখন করোনার তান্ডব চলছে এমন সময় জোনাকী ফাউন্ডেশন নিল ব্যতিক্রম উদ্যোগ।এই মহামারিতে কেমন আছে মসজিদে সামান্য বেতনে চাকরি করা হুজুর?তাদের পাশে কি কেউ দাঁড়িয়েছে??তারা চক্ষু লজ্জার ভয়ে কারো কাছে সাহায্য চাইতে পারে না।

আজ জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা.রাশেদুল আলম এবং সদস্য সাইমুন কাশেম গ্রামের মোট ৩৫টি মসজিদে গিয়ে ৫৭জন হুজুরের হাতে তুলে দেন আর্থিক সহযোগিতা।

জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুঠোফোনে বলেন সমাজের অসহায়,পিঠ ঠেকে যাওয়া মানুষদের জন্য তাদের এই সহযোগিতা চলমান থাকবে।অন্যদিকে শেখ মুহাম্মদ সরওয়ার হোসেন এক অডিও বার্তায় সবার কাছে তার মরহুম বাবা মাওলানা শেখ আবুল বশর(রা.) এবং মরহুমা মা মোছাম্মৎ আনোয়ার বেগমের জন্য দোয়া চান।তিনি বলেন দেশের এই ক্রান্তি লগ্নে সমাজের ধনী শ্রেণীর লোকদের এগিয়ে আসা উচিত।