চেয়ারম্যান সোলাইমানের ব্যাক্তিগত পাঁচশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আনোয়ারা প্রতিদিন ;

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন এর চেয়ারম্যান  আলহাজ্ব মুুহাম্মদ সোলায়মান এর আয়োজনে বৈরাগে পাঁচশত( ৫০০)পরিবারের মাঝে জনকে ইফতার সামগ্রী উপহার বিতরণ করেন।

তিনি জানান,মাননীয় ভূমি মন্ত্রীর নির্দেশনায় ১ নং বৈরাগ ইউনিয়নের এই পরিস্তিতিতে আমার পারিবারিক ও ব্যক্তিগত উদ্যোগে  ৯ ওয়ার্ডের পাঁচশত (৫০০) পরিবারে ইফতার সামগ্রী উপহার বিতরণ সম্পন্ন করিলাম।

সবার প্রতি অনুরোধ করছি আপনারা এই মহামারি কালিন সরকারী নির্দেশনা মেনে চলুন,নিজে সুস্থ থাকুন, নিজ পরিবারকে সুস্থ রাখুন, দেশ ও জাতীকে সুস্থ রাখুন।