চাতরী বহু মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ কামালের – ছেলে ‘ ইমন ‘ইন্তেকাল করেন

আনোয়ারা থানার চাতরী ইউনিয়ন বহু মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক  জনাব মোঃ কামাল (চাতরী)  একমাত্র ছেলে ‘ ইমন ‘আজ শুক্রবার সকাল ৫:৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ICU তে ভর্তি থাকা অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। আল্লাহ তার বেহেস্ত নসিব করুন…… আমিন।