সৈয়দ শিবলী ছাদেক কফিল::-
ভয়ঙ্কর বৈশ্বিক মহামারী কোভিড ১৯ বা করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়।
গত২৩ মে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশদ্বারে স্থাপিত এ টানেল উদ্বোধন করেন চন্দনাইশ পৌর মেয়র আলহাজ্ব মু. মাহাবুবুল আলম খোকা। এ সময় সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শাহীন হাসান চৌধুরী লিটু এবং থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী।
চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ডের কতিপয় হিতৈষী লোকের সহযোগিতায় ও বিশিষ্ট ফার্মাসিস্ট প্রয়াত সুধীর রঞ্জন চক্রবর্ত্তীর স্মরণে এবং চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন হাসান চৌধুরী লিটুর তত্বাবধানে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়।
উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হেলাল উদ্দিন (পীরভাই), নারায়ন চক্রবর্ত্তী, মিন্টু দে, এম শাহনেওয়াজ চৌধুরী, রুবেল নাথ, কমল চক্রবর্ত্তী, নিউটন সানি, শাহেদ, শুভ, শক্তিপদ চক্রবর্ত্তী প্রমুখ।
অতিথিরা বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের জীবাণুমুক্ত করার জন্য এ টানেল স্থাপন খুবই প্রয়োজন ছিল। প্রতিদিন প্রত্যন্ত এলাকা হতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে সেবা নিতে আসেন। তাঁদের মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এ টানেলের গুরুত্ব অনেক।