চট্টগ্রামে প্রথমবারের মত কোন বেসরকারি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাকিব আল হাসান।
গত ৩১ নগরীর চান্দগাঁওয়ে সানোয়ারা ইসলাম কোয়ালিটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এ সময় তিনি শিশু কিশোরদের উদ্দেশ্যে বললেন, ক্রিকেটের পাশাপাশি খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। শিক্ষা ছাড়া খেলাধুলা কেন কোন কিছুতে এগিয়ে যাওয়া যায় না। তাই সবার আগে শিক্ষিত হতে হবে।
সাকিব বলেন, এই মাঠ থেকে একদিন ভাল মানের ক্রিকেটার বের হয়ে আসবে। দেশের অন্যতম সেরা সানোয়ারা শিল্প গ্রুপ নিজেদের খরচে প্রায় ৭ বিঘা জমির উপর নির্মাণ করছে এই স্টেডিয়াম।
গত ৩১ জানুুয়ারি সকালেই সাকিবের চট্টগ্রামে এসে পৌঁছার কথা ছিল। কিন্তু ফ্লাইট শিডিউল বাতিল হওয়ায় দুপুরের পর অনুষ্ঠান স্থলে এসে পৌঁছান বিশ্বসেরা অল রাউন্ডার। ততক্ষণে সানোয়ারা ইসলাম কোয়ালিটি স্টেডিয়ামের মাঠে বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী অধীর অপেক্ষায় ছিলেন সাকিবের জন্য। তুমুল করতালি আর হর্ষ ধ্বনির মাধ্যমে তারা বরণ করে নেয় সাকিবকে। মাঠে ঢুকেই সাকিব প্রথমে স্টেডিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব-১০০ অনূর্ধ্ব-১৫ টি-টোয়েন্টি ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
অতিথি ছিলেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সানোয়ারা গ্রুপের চেয়ারম্যান সানোয়ারা বেগম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস। স্বাগত বক্তব্য রাখেন সানোয়ারা গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সস্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, সানোয়ারা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, সিজেকেএস নির্বাহি সদস্য আবুল হাশেম, সাবেক সহ সভাপতি হাফিজুর রহমানসহ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাকিব আল হাসান তার একেবারে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ক্রিকেটের পাশাপাশি গুরুত্ব দিতে হবে লেখাপড়াকে। তিনি শিক্ষার্থী এবং ক্ষুদে ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, এই মাঠের সীমানা প্রাচীরে অনেকগুলো মহা মনিষির বাণী লেখা রয়েছে। তোমরা সেগুলো মানার চেষ্টা করলে জীবনে বড় হতে পারবে।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বিএসসি বলেন, আমি শিক্ষা বিস্তারে প্রাণপণ চেষ্টা করেছি। অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আজকে আমাদের প্রতিষ্ঠানের ছাত্ররা দেশেতো বটেই দেশের বাইরে গিয়েও সুনামের সাথে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। যা আমাকে সত্যিই আনন্দ দেয়। তার দেখানো পথে তার ছেলেরাও সে সব প্রতিষ্ঠান চালিয়ে নিয়ে যাচ্ছে। সাথে যোগ করেছে ক্রিকেট স্কুল। যেখান থেকে ভাল মানের ক্রিকেটার সৃষ্টি করতে চায়। তিনি আশা করেন তার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মত এই ক্রিকেট স্কুলও একদিন বিশাল প্রতিষ্ঠানে পরিণত হবে। এবং উন্নত মানের ক্রিকেটার সৃষ্টি করবে।
বিশেষ অতিথি আলহাজ আলী আব্বাস বলেন, সাকিব আল হাসান আজ বিশ্বের সেরা ক্রিকেটার। তার উপস্থিতি এই ক্ষুদে ক্রিকেটারদের প্রেরণা হিসেবে কাজ করবে। সাকিবকে দেখে যেন আজকের তরুণরা নিজেদের একেকজন সাকিবে পরিণত করতে পারে কামনা করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সানোয়ারা বেগম বলেন আজকের সাকিব একদিনে তৈরি হয়নি। তিনি তরুণ-কিশোরদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে পড়া লেখায় ভাল হতে হবে। কারণ পড়া-লেখা ছাড়া বড় কিছু হওয়া যায় না। তাই পড়া লেখার পাশাপাশি ক্রিকেট কিংবা অন্য খেলাধুলাকে নিজের আয়ত্বে নেওয়ার চেষ্টা করবে। তাতেই সফল হতে পারবে তোমরা।
অনুষ্ঠানে সাকিব আল হাসানের হাতে ক্রিকেট ব্যাট উপহার হিসেবে তুলে দেন নুরুল ইসলাম বিএসসি। এছাড়া উপহার তুলে দেন সানোয়ারা গ্রুপের চেয়ারম্যান সানোয়ারা বেগম। কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের চেয়ারম্যান এবং সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে ভাল মানের ক্রিকেটার তৈরির লক্ষ্য নিয়েই আমরা এই স্টেডিয়াম এবং কোয়ালিটি স্কবুল অব ক্রিকেট নামে একটি ক্রিকেট কোচিং স্কুল গঠন করেছি।
আজ দিনটিতে সাকিব এসে আমাদের কিশোরদের যে উৎসাহ দিয়ে গেলেন সেটা তারা কাজে লাগাবে তাদের খেলোয়াড়ি জীবনে তেমনটি আশা করেন তিনি। অনুষ্ঠানে সাকিবের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সাকিব কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব-১০০ টি-টোয়ন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে ট্রফি এবং মেডেল তুলে দেন। পরে বিকেলে সাকিব ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন। ক্রিকেটের বাইরে এ নিয়ে দ্বিতীয়বার সাকিব এলেন চট্টগ্রামে।
বিশ্বকাপ শেষে সংবর্ধনা নিতে এসেছিলেন সাকিব চট্টগ্রামে। আর এবারে এলেন ক্রিকেটারদের জন্য নির্মিত মাঠ উদ্বোধন করতে।