চট্টগ্রাম দক্ষিণ জেলায় “করোনাভাইরাস প্রতিরোধে” দূর্যোগে রোগীদের পরিবহন সেবায় -ইকবাল হায়দার চৌধুরী, করোনা ভাইরাস সারা বিশ্বে এখন ১৯৯টি দেশে মহামারীতে রূপ নিয়েছে বাংলাদেশও তার বাহিরে নয়।
আমরা আতংকিত নয়, তবে আমরা সচেতন হই।
বাংলাদেশ এখন হোম কোয়েরেন্টাইনে এমতাবস্থায় তিনি সাধারণ মানুষের পাশে থেকে নিজস্ব পরিবহন কে মানবতার (অসুস্থতাজনিত মানুষের) সেবা দিয়ে যাচ্ছেন, আপনি/আপনাকে অসুস্থ অবস্থায় মেডিকেল বা সিকিৎসা কেন্দ্র পৌছে দেওয়ার জন্য প্রস্তুত ইকবাল হায়দার চৌধুরী নিজস্ব পরিবহন নিচের নাম্বারে যোগাযোগ করুন।
লকডাউন বাংলাদেশ দিকে থাকান সব যেন নিস্তব্ধতা যেন কেউ কাউকে দেখার নেই
বিত্তবান,শিল্পপতি,কোটি পতি এমন কি লোকাল প্রতিনিধিরা ও চুুপ, আমরা পারি না খেটে খাওয়া মানুষ গুলোর, যারা নুন আনতে পান্তা ফুরায়,যারা দিনে এনে দিনে খায় তাদের পাশে দাঁড়াতে আমরা কি পারি না সাহায্যে হাত বাড়িয়ে দিতে।
আসুন আমরা যার যার অবস্হানে থেকে যার যতটুকু সামর্ত্ব আছে তা নিয়ে দুঃস্থ,অসহায়দের মাঝে মানবতার হাত বাড়িয়ে দিয়।
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইকবাল হায়দার চৌধুরী যে কোন দূর্যোগ সময় তার মানবতার হাত বাড়িয়ে দেয়। তিনি তার ব্যবহারিত ব্যক্তিগত গাড়িটি ছেড়ে দিয়েছেন অসহায় মানুষের জন্য।আনোয়ারা উপজেলার যে কোন প্রান্তে কোন রোগী জরুরি বৃত্তিতে চিকিৎসা নিতে যে কোন হাসপাতালে/সিকিৎসা কেন্দ্রে যেতে চাইলে ফোন করলেই পৌঁছে যাচ্ছেন তার গাড়ি রোগির বাড়িতে।
আপনিও চাইলে নিতে পারেন ইকবাল হায়দার চৌধুরী কার গাড়িটি।
#সেবা নিতে ফোন করুণ এইনাম্বারে-
🎠০১৮৫৫-৪৩২৮৭৯
🎠০১৭১৩-৬০৮৩০৬।
“আসুন আমরা সচেতন হই,
করোন ভাইরাস থেকে মুক্ত রই”
“বাংলাদেশ সরকারের দেওয়া বিধি গুলো মেনে চলুন,দেশ ও নিজেকে করোনা ভাইরাস মুক্ত রাখুন”