আনোয়ারা প্রতিদিন;
…………………………………….
আজ সকাল ৫টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইমামে আহলে সুন্নাত, হাদিয়ে দ্বীনো মিল্লাত, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, গাউছে জমান আল্লামা কাযি মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমি(রহামাতুল্লাহি আলায়হি) লাখোকোটি ভক্তকুলকে শোকসাগরে ভাসিয়ে চলে গেলেন। [ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন।]
তিনি ছিলেন গোটা সুন্নি দুনিয়ার অভিভাবক, মুরব্বি। জাহেরি বাতেনি ইলমের জগতের অতুল সাগর-মহাসমুদ্র। বর্তমানে বাংলাদেশে যত সুন্নি ওলামায়ে কেরাম আছেন তাদের সকলের উস্তাদ। জ্ঞানের জগতে সকল সুন্নী আলেমের ইলমের মুল বা উৎস। শায়খুল মাশায়েখ, শায়খুল কুল, শায়খুল আরব ওয়াল আজম। সকল সুন্নি ওলামায়ে কেরাম ছিলেন তাঁর ইলমি পরিবারের সন্তান।
ইমামে আহলে সুন্নাত আল্লামা আজীজুল হক আল-কাদেরি শেরে বাংলা (র.)-এর ইনতিকালের পর তিনিই সুন্নীয়তের হাল ধরেন। হযরত শেরে বাংলা (র.) ১৯৬৯ সনের ২৫ ডিসেম্বর ইনতিকাল করেন, তখন থেকেই তাঁর উপর সোপর্দ করা হয় সুন্নীয়তের তরি।
এরপর পর থেকে সুন্নীয়তের তরী ছিলো তাঁরই হাতে। সুন্নিয়তের কাণ্ডারী-ইমামে আহলে সুন্নাত। সেই (‘৭০ ইং থেকে) এ পর্যন্ত (২০১৯ ইং) দীর্ঘ অর্ধশতাব্দি (৫০ বছর) পর্যন্ত তাঁর নেতৃত্বে সুন্নী ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ রয়েছেন। তাঁর দিক নির্দেশনা ও সফল নেতৃত্বে সুন্নীয়তের দাওয়াত এখন দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে পৌঁছেছে।
আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন… আল্লাহ তায়ালা ইমাম হাশেমী র. কে জান্নাতুল ফেরদাউসের আলা মকাম নসিব করুন।