খুরুস্কুল কাদেরীয়া হাশেমীয়া সুন্নীয়া মাদ্রাসার শুভ উদ্ভোধন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডি ইউনিয়নে এলাকায়” খুরুস্কুল কাদেরীয়া হাশেমীয়া সুন্নীয়া মাদ্রাসা”র শুভ উদ্ভোধন উপলক্ষে আয়োজিত নুরানী মাহফিলে অনুষ্ঠিত হয়।

উদ্ভোধন করেন- আলা হযরত,ইমামে আহলে সুন্নাত, পীরে কামেল, মুর্শিদে বরহক, ওস্তাদাজুল মোহাদ্দেসিন,সুলতানুল মাশায়েখ,আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (ম:জি:আ:)।

এতে প্রধান অতিথি ছিলেন- হাসেমীয়া গাউছিয়া দরবার শরীফের শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী।

চেয়ারম্যান:- আল্লামা হাশেমী ইসলামী মিশন বাংলাদেশ,

উপস্তিত ছিলেন-  গাউছিয়া হাশেমী কমিটি-বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদের যুগ্ম আহ্বায়ক -শাহজাদা আলহাজ্ব মাওলানা কাযী মুহাম্মদ জিয়া উদ্দিন হাশেমী।

সভাপতিত্ব করেন-মাওলানা মনির আহম্মদ আনোয়ারী। পরিচালক-খুরুস্কুল কাদেরীয়া হাশেমীয়া সুন্নীয়া মাদ্রাসা,আনোয়ারা, চট্টগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে  ছিলেন-  মাওলানা ইলিয়াস আজম নুরী , মাওলানা আব্দুল খালেক আশেকী , ডাঃ মুহাম্মদ নাসির উদ্দিন শাহ, ভূমি দাতা আলহাজ্ব আহমদ ছফা, মাষ্টার মুহাম্মদ ইসমাইল, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ এনাম, আজম খান সহ অসংখ্য ওলামা -মাশায়েখ গণ এলাকাবাসী।