প্রেস বিজ্ঞপ্তি;
খান ফাউন্ডেশন কতৃক আয়োজিত ইলমার বাস্তবায়নে ভয়েজ ফর চেইঞ্জ প্রকল্পের আওতায় বিভিন্ন পর্যায়ে সরকারি-বেসরকারি কমিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ৮ জুলাই (মঙ্গলবার) সারাদিন ব্যাপি আনোয়ারা উপজেলার প্রানীসম্পদ অফিস ভেনুতে অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণে উপজেলার স্থায়ী কমিটি,নারী নির্যাতন প্রতিরোধ কমিটি,উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি,উপজেলা লিগ্যাল এইড কমিটি সম্পর্কে অংশগ্রহণকারীদের মধ্যে দিনব্যাপি আলোচনা করা হয়।
উক্ত প্রশিক্ষণে ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু উপস্থিতে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন মোঃ মজিবুর রহমান জেলা প্রকল্প কর্মকর্তা খান ফাউন্ডেশন এবং সার্বিক সহযোগিতা করেন প্রজেক্ট অফিসার মোসাম্মৎ বিলকিস সুলতানা। আয়োজিত প্রশিক্ষণে আনোয়ারা উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
অংশগ্রহণকারী সকল প্রশিক্ষাথী স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিটি আলোচনায় অংশগ্রহণ করেন।