কেইপিজেড কতৃপক্ষের এমন হিংসাত্মক আচরণ

আনোয়ারা প্রতিদিনঃ

কাফকো গেইট সংলগ্ন মাঠে বিগত ৪০ বছর ধরে আশেপাশে এলাকার তরুণরা খেলাধুলা করে আসছিল, আজ কোন কথাবার্তা ছাড়ায় খেলার মাঠে পুলিশ পাহারায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলো।

কেইপিজেট কর্তৃপক্ষ,অথচ শত শত একর খালি জায়গা পড়ে আছে তাদের, তরুণসমাজকে খেলাধুলার দিকে ধাবিত করতে না পারলে তারা বিপথগামী হয়ে পড়বে, মাদকাসক্ত হয়ে পড়বে, যুব সমাজ ধ্বংসের পথে যাবে দাবী জানা।

কেইপিজেডের এমন নিন্দনীয় আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি, এবং খেলার মাঠ ক্রীড়াপ্রেমী ভাইদের জন্য উন্মুক্ত রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

এ ব্যাপারে স্থানীয় লোকজন ও ক্রীড়াপ্রেমী ভাইয়েরা মিলে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি জমা দেন।