জামাল রব্বানী……..
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি টিম আগামী ৩০ ডিসেম্বর সোমবার সকালে কুমিল্লা সফরে যাচ্ছেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ এ সফরে সদ্য ইন্তেকাল হওয়া ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হোসেন মোল্লা (রহ:) এর কবর জিয়ারত করবেন এবং প্রবীণ আলেমেদ্বীন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের নব-নির্বাচিত কো-চেয়ারম্যান, পীরে ত্বরিকত হযরত আল্লামা আবদুল বারী জিহাদী (মা:জি:আ) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম.এ মতিনের নেতৃত্বে প্রতিনিধি টিমে থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত – বাংলাদেশের মহাসচিব পীরে ত্বরিকত হযরত সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মা:জি:আ), সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ আল্লামা স.উ.ম আবদুস সামাদ, সিনিয়র যুগ্ম-সাংগঠনিক সচিব পীরে ত্বরিকত মাওলানা সৈয়দ মোজাফ্ফর আহমদ মোজাদ্দেদী, অাইন সচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিক্ষা ও প্রশিক্ষণ সচিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী, শিল্প ও বাণিজ্য সচিব পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ, প্রচার সচিব মাওলানা মুহাম্মদ রেজাউল করিম তালুকদার, যুবসেনার কেন্দ্রীয় সি:সহ-সভাপতি মোহাম্মদ আখতার হোসেন চৌধুরী, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দীন রাব্বানী ও ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি জি.এম শাহাদত হোছাইন মানিক।
নেতৃবৃন্দের দিনব্যাপী সফর কর্মসূচীতে মুহাম্মদ আবুল হোসেন মোল্লা (রহ:) এর কবর জিয়ারত, শাহপুর দরবার শরীফ জিয়ারত ও পীরে ত্বরিকত আল্লামা আবদুল বারী জিহাদী (মা:জি:আ)’র শারিরিক অবস্থার খোজ-খবর নেওয়াসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে মিলিত হবেন।
#centralBif #chattrasenacentral #senamfi