কুতুবদিয়া জলকদর খালে ট্রলার ডুবিতে ১জন নিহত

 

কুতুবদিয়া দরবারে শরীফের ওরশে যাওয়ার পথে বাঁশখালী চুনতি বাজারের দক্ষিন পাশে জলকদর খালে ধারণকৃত ট্রলারের বাহিরে যাএী নেওয়াতে প্রায়১০০- ১২০ জন মতো যাত্রী নিয়ে ট্রালার ডুবিতে একজন নিহত হয়।শতাধিক যাএী  আহত।

নিহত ব্যাক্তির বাড়ি বাঁশখালী-কাথারিয়া ইউনিয়নে। আজ সকাল ১০টায় ট্রলারটি কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। চুনতি বাজারের জলকদর খাল হতে সামান্য না যেতেই দূর্ঘটনায় কবলে পড়েন, ট্রলার টি।