চট্টগ্রাম দক্ষিণ জেলা আনোয়ারায় অবস্থিত বহুজাতিক সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার লি: (কাফকো) এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) নির্বাচনে জসীম উদ্দিন চৌধুরী সভাপতি মো. খায়রুল ইসলাম,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় ৭ টা ৩০ মি:এই প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার কেফায়েত উল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে গঠিত কমিশন।
বিজয়ী সভাপতি জসীম উদ্দিন চৌধুরী প্রাপ্ত-১৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক সভাপতি ওসমান গনি রাসেল পেলেন ১৩১ ভোট।
বিজয়ী সাধারণ সম্পাদক প্রাপ্ত ১৫২ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্ধী ওয়ায়েজ ভূঁইয়া পেলেন ১৪২ ভোট।
রবিবার সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু করেন- বিকাল ৪ টায় শেষ হয়। নির্বাচনে ২৮০ জন ভোটার তাদের মুল্যবান রায় প্রদান করা হয়।
নির্বাচন উপলক্ষে আশপাশে এরিয়াতে সকাল থেকে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। কর্ণফুলী থানা পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়।
সকাল থেকে প্রার্থীদের সমর্থকরা অবস্থান নেয় কাফকো গেটের সামনে। ফলাফল ঘোষণার পর সমর্থকরা বিজয়ীদের নিয়ে আনন্দ মিছিল বের করেন।
নির্বাচনে বিজয়ী অন্য সদস্যরা হলেন সহ সভাপতি এ এস এম মনিরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক তাহমিদুল এজাজ,সাংগঠনিক সম্পাদক মো. মহসিন,দপ্তর সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাকিরুল ইসলাম।
সর্বশেষ গত পাঁচ বছর আগে কাফকো সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়। আদালতে মামলা থাকায় এতদিন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরে শ্রম আদালতের এক আদেশে আজ পূর্ব নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. মহসিন জানান, দীর্ঘ পাঁচ বছল পর কাফকো সিবিএ নির্বাচনে ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। এই নির্বাচনে সৎ,যোগ্য ও মেধাবী প্রার্থীরা বিজয়ী হয়েছে, যারা সবসময় কাফকো’র এমপ্লয়ারদের স্বার্থে কথা বলবেন।
বিজয়ী সভাপতি জসীম উদ্দিন জানান, আমি শুরু থেকে আশাবাদী ছিলাম। ভোটাররা আমাকে নিরাশ করবেন না। কাফকো এমপ্লয়াররা আমাকে নির্বাচিত করে যে আস্থা রেখেছে উন্নয়নের মাধ্যমে তাদের আস্থার প্রতিদান দিয়ে যাবো,ইনশাল্লাহ।
প্রধান নির্বাচন কমিশনার কেফায়েত উল্লাহ ভূঁইয়া জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে,ভোটার রা নির্দিদায় তাদের ভোট প্রদান করতে পেরেছে। গণনা শেষে প্রাথমিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেছি। পরবর্তীতে বিস্তারিত প্রকাশ করা হবে।