মুহাম্মদ রিফাত মিয়া,আনোয়ারা প্রতিদিন ;
গতকাল(১০/০৪/২০) করোনা প্রভাব ঠেকাতে সৈয়দ কুচাইয়া সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে সৈয়দ কুচাইয়া এলাকায় গরীব অসহায় ও কেটে খাওয়া ১২০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।শুরুতে সৈয়দ কুচাইয়া আলমাছিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আবু নাঈম হুজুরের বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও বিদেশে অবস্থানরত সকল বাঙালি ও বিশ্ব মুসলিম দের জন্য দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ কুচাইয়া সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ মোরশেদুল আলম, আহবায়ক শাহেদ হোসেন, ইমরানুল করিম,সাজ্জাদ হোসেন, মিনহাজুল আবেদিন, মহিউদ্দিন, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ হাসান, আসিফ, জাবেদ, রিমন, আরাফাত সহ আরো অনেক স্বেচ্ছাসেবক বৃন্দ, পরে অত্র সংগঠনের উপদেষ্টা মোরশেদুল আলমের নির্দেশে প্রত্যেক স্বেচ্ছাসেবক ভাগাভাগি করে বিভক্ত হয়ে অসহায় খেটে খাওয়া মানুষগুলোর দুয়ারে দুয়ারে এই ত্রাণ গুলো পৌঁছে দেন।
উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই মহতি উদ্যোগে যারা দেশ ও বিদেশ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।
সংগঠনের আহ্বায়ক শাহেদ হোসেন বলেন সৈয়দ কুচাইয়া এলাকায় দুর্যোগ চলাকালিন সময়ে কোন অভাবী যদি””সৈয়দ কুচাইয়া সমাজ কল্যান পরিষদ””এই আইডিতে যোগাযোগ করে তাহলে তারা সহযোগীতা পাঠাতে প্রস্তুত আছেন।