কর্ণফুলী উপজেলার জুলধা এলাকায় কৃষি জমির পাশে এবং কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা ২টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর। নষ্ট করে দেওয়া হয়েছে ২ লক্ষাধিক ইট, ৩০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
আজ দুপুর নাগাত জুলধা এলাকায় এ অভিযান চালানো হয়। এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রধান করেন।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পায়রা ব্রিকসকে (পিবিএম) কে ২০ লাখ, এইচটিএম ব্রিকসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ইআরএম ব্রিকস, টিএমবি ব্রিকস ভেঙে নষ্ট করে দেওয়া হয়।
অভিযানের নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম ডিবিশনাল ল্যাবটরি ডাইরেক্টর মোহাম্মদ নুরুউল্লাহ্ নুরী। উপ-পরিচালক জমির উদ্দিন, পরিদর্শক হারুনু রশীদ, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং অভিযানে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন জানাই , প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কর্ণফুলী নদীর দখলকৃত জায়গা অবমুক্ত করার জন্য। তারাই ধারাবাহিকতায় পবিবেশ দূষণমুক্ত রাখতে কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠা ইটভাটা গুলোতে অভিযান চালিয়ে অর্থদণ্ড ও অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। বাকি ইটভাটা গুলোতে নোটিশ প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।