করোনা ভাইরাস প্রতিরোধে ঝিওরী এলাকার প্রশংসনীয় উদ্যোগ

 

চট্টগ্রামে আনোয়ারা থানার ঝিওরী গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে আজ আন্জুমানে রজভীয়া নুরীয়া ট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে স্থানীয় তরুন সমাজ মিলে কবরস্থানসহ আশেপাশের এলাকা পরিষ্কার করা সহ জীবানুমুক্ত করতে ব্লিচিং পাউডার ছিটানো হয়।

তাছাড়া নিয়মিত মসজিদ পরিষ্কার করা,মুসল্লিদের সাবান দিয়ে হাত ধৌত করানোসহ নেওয়া হয়েছে নানা কর্মসুচী।

বর্তমানে করোনা ভাইরাস মোকাবিলায় নয় এই এলাকার তরুনরা প্রায়ই কবরস্থান পরিষ্কারে অংশগ্রহণ করে থাকেন।তবে বিশ্ব জোরে করোনা প্রভাব ঠেকাতে এইবার নেওয়া হয়েছে ভিন্নতর কর্মসুচী।

এসময় তরুন সংগঠনের দুই সদস্য আলী আকবর সুমন এবং কামরুল হাসান রুবেল বলেন, প্রতিটি সমাজের মানুষের উন্নয়ন  মুলক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করিয়ে দেশ ও জাতির সহযোগীতা এগিয়ে আসা।