আনোয়ারা প্রতিদিনঃঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম (৪০) আর নেই। করোনায় আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় রাশেদ হাসপাতালে মারা গেছে। নজরুল ইসলাম আনোয়ারা উপজেলার ঝিওরী গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম সামশুল ইসলামের দ্বিতীয় সন্তান।
যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে দুবাই আবির মার্কেটে একটি পাইকারি সবজি দোকানে চাকুরি করতেন। গত ১৫ জুলাই (বুধবার) সকালে তার বন্ধু বেলালসহ বাসায় নাস্তা করছিলেন।
এ সময় নজরুল স্টেক করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এ অবস্থায় তার বন্ধু বেলাল এম্বুলেন্স ডাকে স্থানীয় রশিদ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি হওয়ার পর তার করোনা পরীক্ষা করা হয়। বিকালে রিপোর্ট দেখা যায় নজরুল করোনা পজিটিভ। রাতে তার জ্ঞান ফিরে আসঔের কোন কথা বলতে পারেনি।
ভোর রাতে দ্বিতীয় দফা স্টেক করেন।ভোর সাড়ে ৫টার দিকে শেষ নিশ্বাস করে। অসুস্থ হয়ে হাসপতালে নেয়ার আগ পর্যন্ত নজরুল করোনা পজিটিভের কোন লক্ষণ ছিল না। কোন পরীক্ষাও করা হয়নি।
রশিদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নজরুল ইসলাম স্টোক করলেও তার মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের কারণে। তার লাশ দেশে আনার সম্ভাবনা নেই। তবে শুক্রবার সকালে জানা যাবে, তাকে কোথায় সমাহিত করা হচ্ছে। দুই সন্তাননের জনক নজরুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।