করোনাভাইরাস প্রতিরোধ এ মাক্স ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাক্স বিতরণ করলেন, চেয়ারম্যান সোলাইমান

আনোয়ারায় বৈরাগ ইউনিয়নের বিভিন্ন জায়গাতে গিয়ে করোনাভাইরাস প্রতিরোধ এ মাক্স ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলহাজ্ব মোঃ সোলায়মান চেয়ারম্যান এর অভিযান।

আজ সকাল থেকে করোনাভাইরাস প্রতিরোধে ১নং বৈরাগ ইউনিয়নের বিভিন্ন জায়গায় গিয়ে জনসাধারণ কে  মাক্স ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে মুুুখে পরিয়ে দেন, দেয়াং বাজার,মধ্যম গুয়াপঞ্চক শাহবাড়ি,আদু পুকুরপাড়, বৈরাগ পূর্ব-পশ্চিম পাড়া মোহাম্মদপুর,খান বাড়ি,কান্তির হাট ইত্যাদি এলাকায় ফ্রি মাক্স বিতরণ ও জনগণকে তা ব্যবহারের অনুরোধ জানান।

আসুন নিজে সুরক্ষিত থাকি অন্যজনকে সুরক্ষিত রেখে দেশের সুরক্ষা নিশ্চিত করি।