আনোয়ারা উপজেলায় বন্দরে বাপ দাদার কবর স্থান দখলের জন্য অপচেষ্টাকারি দালাল ও ভূমি দস্যু কেইপিজেডকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
স্থানীয়রা জানান, কেইপিজেড কর্তৃপক্ষ বন্দরের কবরস্থান দখল করে জায়গার মালিক হতে চাই। আমাদের বাপ দাদার কবরস্থানে এরকম ভূমি দস্যুদের প্রতিহত করার জন্য এলাকাবাসিকে এক হওয়ার অনুরোধ রইল।
স্থানীয় চেয়ারম্যান বলেন, বন্দরের কবরস্থানের জায়গায় কোন কন্ট্রেকটার, দালাল কিংবা ভূমি দস্যু কেইপিজেড’এর যাতে মাটি না ফেলে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন।
এলাকাবাসী আন্দলন শুরু করলে,শান্তি পাবেনা দালালেরা।