এলোহা মেহেদীবাগ সেন্টারের জাতীয় সাফল্য অর্জন।।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ;

এলোহা মেন্টাল এ্যারিথমেটিক মেহেদীবাগ সেন্টার স্থানীয় ও জাতীয় সাফল্য অর্জন করেছে। সেন্টারটি এলোহার সব সেন্টারের মধ্যে স্থানীয় ভাবে প্রথম এবং জাতীয় ভাবে দশম স্থান অর্জন করেন।

২০০৮ সালে এলোহা মেহেদীবাগ সেন্টারটি চালু হয়। শুরু থেকেই তারা শিশুদের মস্তিস্কের উন্ন্য়নের জন্য কাজ করে যাচ্ছে। পুরস্কার প্রাপ্তি উপলক্ষ্যে গতকাল মেহেদীবাগ সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আসাদ উজ্জ্বল স্কুলের শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন।

বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে সারা বিশ্বজুড়ে এলোহার ছাত্র-ছাত্রীরা মেধার স্বাক্ষর রেখে চলেছে।

তিনি আরো বলেন, মানুষের ভালবাসায় পথ চলি ,মানুষকে সাথে নিয়ে জীবন রঙ্গিন করি। সব সময় যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক জেসমিন আক্তার,শিক্ষিকা ফারিহা রওশন,শুমি মজুমদার ও আইরিন প্রমূখ।

এলোহা মেন্টাল এ্যারিথমেটিক এর প্রধান প্রতিষ্ঠান মালশিয়ায়। বাংলাদেশ,ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের সেন্টার আছে।