উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোষ্টগার্ড , সিজি স্টেশন গহিরা, রায়পুর যৌথ অভিযানে দেড় টন ইলিশ মাছ জব্দ

আনোয়ারাা প্রতিদিনঃ

আজ ১৯ জুলাই  উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোষ্টগার্ড , সিজি স্টেশন গহিরা, রায়পুর যৌথ অভিযান পরিচালনা করেন।

সরকারী বিধীমালায় ৬৫ দিন(২০ মে হতে ২৩ জুলাই) সমুদ্র বন্ধ উপলক্ষে অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ রাশিদুল হক৷ সহযোগী  ছিলেন এম শাহ আলম এসসিপিও(এক্স)কন্টিনজেন্ট কমান্ডার সিজি স্টেশন সাংগু গহিরা উঠার মাঝির ঘাট এলাকায় সমুদ্র হতে আহরণের সময় আনুমানিক দেড় টন ইলিশমাছ জব্দ করা হয়।

জব্দকৃত ইলিশ সমূহ সবার উপস্থিতিতে সিজি স্টেশন এ উম্মুক্ত নিলামে ৩,৪৫,৫০০ টাকা করা হয়।

জনাব তানভীর হাসান চৌধুরী সহকারী কমিশনার(ভূমি) মোবাইল কোর্টের মাধ্যমে ২জন ট্রাক ড্রাইভারকে ১০,০০০ /-(৫০০০*২) টাকা জরিমানা করা হয়।