উপকূলে গাছের চারা রোপণ করে মানুষকে রক্ষা করতে চাই; অর্থ প্রতিমন্ত্রী

আনোয়ারা প্রতিদিন ডেস্ক নিউজ:

ঘূর্ণিড়ের সময় গাছ উপকূলীয় মানুষকে রক্ষা করে। প্রতিবারই আমরা দেখি, সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে, কারণ সেখানে অনেক গাছ আছে। আমরা উপকূলে গাছের চারা রোপণ করে মানুষকে রক্ষা করতে চাই,অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

আজ ১৩ জুলাই (শনিবার) ব্র্যাকের আয়োজনে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,জলবায়ু পরিবর্তনজনিত সংকটের কারণে পৃথিবীর পরিবেশ হুমকির মুখে। আর তাই বৃক্ষ রোপণের গুরুত্ব অনুধাবন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫২ বছর আগে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা পৃথিবীতে থাকব না, তবে যে গাছগুলো আমরা রোপণ করব, তা যুগ যুগ ধরে থেকে যাবে। পৃথিবীকে অক্সিজেন দেবে। জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেককে অন্তত তিনটি বনজ, ফলদ ও ভেষজ চারা রোপণের নির্দেশনা দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়। পুরো বাংলাদেশে পরিবেশ রক্ষায় ব্র্যাকের পক্ষ থেকে ১০ লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানানো হয়।