আনোয়ারা প্রতিদিনঃ
আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উত্তর গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিবাবক কমিটির সভাপতি হলেন মোঃ জামাল উদ্দিন।
আজ রবিবার (১০ এপ্রিল) উত্তর গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিবাবক কমিটির সভাপতি নির্বাচন করেন মোঃ জামাল উদ্দিন কে ও সহ- সভাপতি মোঃ মহিউদ্দিন।
এতে সদস্য নির্বাচিত হয়েছেন,সদস্য সচিব দীপিকা দাশ, তৌহিদুল আলম,বাবুল খান,জেসমিন আক্তার,জিকু রায়,বিলকিস আকতার, রোকসানা আকতার, বিউটি পাল।
কমিটির গঠন সভায় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষিকা দীপিকা দাশ, সভাপতিও দাতা সদস্য মোঃ জয়নাল আবেদিন চৌধুরী, জেসমিন আকতার, মোঃফরিদুল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দরা।
নির্বাচিত সভাপতি জানান, স্কুলের প্রধান শিক্ষিকা দীপিকা দাশ ও এলাকার সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকল অভিবাবকদের প্রতি আমার অনুরোধ ছাত্র-ছাত্রীদের সঠিক সময়ে স্কুলে পাঠানো জন্য এবং নিজ নিজ ঘরে অভিবাবকরা ছেলে- মেয়েদের পড়ালেখায় মনোযোগী করার অনুরোধ করছি।
সেই সাথে আমি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের কাজে সর্বদায় সচেষ্ট থাকিব।