ইয়াবা সহ আটক এক যুবক

 

আনোয়ারা প্রতিদিনঃ

আনোয়ারা উপজেলার গহিরা থেকে ১শত ইয়াবা ট্যাবলেটসহ মমতাজ উদ্দিন (৪৮) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৮ জুলাই, রাতে উপজেলার রায়পুর পূর্ব গহিরা এলাকায় ইয়াবা বিক্রি করার সময় হাতে-নাতে আটক করে স্থানীরা পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান আনোয়ারা থানার সহকারী পুলিশ পরির্দশক খাইরুজ্জামান, উপ সহকারি পুলিশ পরির্দশক রেজাউল করিম, এমরান হােসেন খন্দকার।

এসময়ে আটককৃত প্যান্টের পকেট থেকে ১০০পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত মনতাজ পূর্ব গহিরা ৯নং ওয়ার্ডের নতুন পাড়া মেম্বারের বাড়ির হাজী আমীন উল্লাহ ছেলে। বিষয়টি নিশ্চিত করেন থানার উপ সহকারি পুলিশ পরির্দশক রেজাউল করিম।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানা,   দীর্ঘদিন ধরে গহিরা এলাকাসহ বিভিন্ন গ্রাম গঞ্জে ইয়াবা বিক্রি করে যুবকদের ধ্বংসের ঠেলে দিচ্ছে যুব সমাজ কে । জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রাখে। তাকে মামলা দিয়ে আজ জেল হাজতে প্রেরণ করা হয়।