প্রেস বিজ্ঞপ্তি;
গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ ‘র ব্যাবস্থাপনায় ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমী হুজুর কেবলা (মু:জি:আ:)’র ৯২ তম খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে হযরত ইমাম জাফর সাদেক (রাদি:) ও হযরত নেয়ামত আলী শাহ (রহ:)’র স্মরণে।
গত ১১মার্চ ২০, মুহিব্বানে রাসুল (দ:) কনফারেন্স নগরীর জালালাবাদস্থ কাজী বাড়ী হাশেমী নগর ফয়যানে হাশেমী ইসলামী সেন্টারে ইমামে আহলে সুন্নাত,আ’লা হযরত রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, ওস্তাজুল মুহাদ্দিসীন ওয়াল মুফাস্সীরিন, উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব , পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী ছাহেব কেবলা (মু:জি:আ:)’ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আহসানুল উলুম জামেয়া গাউছিয়া কামীল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইদ্রিস আনছারী , কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজীল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা কাজী কামরুল আহসান ছাহেব,আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ’র নির্বাহী সাংগঠনিক সচিব মাওলানা আজিজুর রহমান ,
অনু্ষ্ঠান সঞ্চালনায়,আল্লামা হাশেমী ইসলামী মিশন বাংলাদেশ’র চেয়ারম্যান শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী।
কনফারেন্স এ আলোচনায় অংশ গ্রহণ করেন :- মাওঃ এম এ মাবুদ, মাওঃ সৈয়দ জাহেদুল ইসলাম কাদেরী, মাওঃ সৈয়দ হাবীবুল্লাহ চিশতী, মাওঃ কাজী বদরুজ্জামান নঈমী সহ অন্যান্য ব্যাক্তিবর্গ গন এতে উপস্থিত ছিলেন:- ওষখাইন শাহ আলী রেজা(কানুশাহ)’র আওলাদ মাওঃ সৈয়দ মুজাম্মেল হক, শাহজাদাএ ইমামে আহলে সুন্নাত আলহাজ্ব মাওলানা কাযী মুহাম্মদ জিয়া উদ্দিন হাশেমী, আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ বাহাউদ্দিন হাশেমী, মাওঃ ওমর ফারুক আল কাদেরী , আমীরুল হুজ্জাজ, মাওঃ কাযী মুহাম্মদ মুদ্দাস্সের হাশেমী, মাওঃ ইসমাইল, মাওঃ ওমর ফারুক আজমী,মাওলানা আলমগীর কবির, গাউছিয়া হাশেমী কমিটি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোঃ আলী চৌধুরী সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম,আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ হাফেজ মুহিউদ্দীন হাশেমী, আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ নঈম উদ্দিন হাশেমী, আলহাজ্ব আব্দুশশুক্কুর সাহেব,হাজী এ কাশেম সওদাগর, আলহাজ্ব মুহাম্মদ আলী, মাওঃ ইলিয়াস আজম নুরী, মাওঃ হাফেজ নুরুল কাদের প্রমুখ।
অনু্ষ্ঠান সহযোগীতায়, উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া সুন্নীয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়ারী।
উক্ত কনফারেন্স এ অসংখ্য ওলামা এ আহলে সুন্নাত ও হাজার হাজার মুহিব্বানে রাসুল (দ:)’র উপস্থিতিতে রাত ১১ টায় দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত ও তাবরুখ বিতরণের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়।