আ.লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হলেন – ওয়াসিকা আয়েশা খান

২১তম জাতীয় সম্মেলনের পর আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হলেন চট্টগ্রামের ওয়াসিকা আয়েশা খান।

তিনি চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের এমপি।তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সারের কন্যা।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে নতুন করে স্থান পাওয়া কেন্দ্রীয় নেতাদের নাম ঘোষণা করেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।