কক্সবাজার জেলার রামু উপজেলাধীন ঈদগড় ইউনিয়নের পানিষ্যাঘোনা এলাকার বাবু চিত্ত বৌর ছেলে ভাড়ায় চালিত বাইক চালক সোহেল (২৮),
আল্লাহ ও রাসুল (সাঃ) শানে বিভিন্ন ধরণের মন্তব্য ও অকথ্য ভাষায় গালা গালির দায়ে তাকে গ্রেফতার করা হয়।
উক্ত সোহেলের বাবা মহেশখালী থেকে ৯০দশকে ঈদগড় পানিষ্যাঘোনা এলাকায় এসে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আনচার আলী’র মেয়েকে বিয়ে করেন।
চিত্ত বৌ নাম পরিবর্তন করে শাহা আলম নামে নাম করণ করেন,এবং পরে হিন্দু হিসাবে মূত্যু বরণ করেন হিন্দু রীতিতেই তাকে শ্বশ্নানে দাহ করা হয়।
সূত্রে জানা যায়, সোহেল এক সময় ভাল ছিল নামাজ পড়তে মসজিদেও যেত বিয়েও করেছেন মুসলিম পরিবার থেকে এবং মুসলিম রীতিতেই।
জানা যায়, গত ৩-৪মাস আগে থেকে তিনি বিভিন্ন ভাবে কুটক্তি করতে থাকেন,তার বাল্য কালের বন্ধু রিক্সা চালক জাগের হোসেন সহ অপরাপরদের সাথে বিভিন্ন সময় তর্কবিতর্ক করতো এবং তাকে বুঝানোর চেষ্টা করতেন।
গতকাল ১০/২/২০২০ ইং রাতে তিনি অতিরিক্ত ভাবে গালি গালাজ করে আল্লাহ ও রাসুলের শানে,
এলাকার শান্ত স্বভাবের মানুষ গুলো উত্তেজিত না হয়ে ঘুমিয়ে পড়ে।
ফজর নামাজের পর তাকে ঘিরে কানাঘুষা চলতে থাকে পরে উক্ত ওয়ার্ডের মেম্বার আবুল কালাম ও সমাজ সেবক বনি আমিন উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং প্রশাসন’কে অবগত করেন।
পরে ঈদগাহ ক্যাম্পের আইসি শাহাব উদ্দিন উপস্থিত হয়ে অভিযুক্ত সোহেল’কে ক্যাম্পে নিয়ে আসেন।
অভিযুক্ত সোহেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের।
তিনি আজ ঈদগড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জোহর নামাজ আদায়ের পর উত্তেজিত মুসল্লিদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং শান্তনা দেন বাজারে শত শত উক্তজিত নবী(সাঃ)প্রেমিদের,২:৩০মিনিটের দিকে রামু থানায় নিয়ে যাওয়া হয়, মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
অভিযুক্ত সোহেল এর সর্বউচ্চ শাস্তি চান এলাকার ধর্মপ্রাণ মুসলমান রা।