গত ২৪ জানুয়ারি, বিকাল ৩টায় আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারে, আহলে সুন্নাত ওয়াল জামাত চাতরী শাখার সভাপতি চাতরী মাঝামবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা মনির আহমদ আনোয়ারীর সভাপতিত্বে মাওলানা মাহবুবুল হক নুরে বাংলা র নিঃশর্ত মুক্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাত চাতরী শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন , প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববদ্ধন পরিচালনা করেন:- চাতরী মনু মিয়া বাড়ি মসজিদের ইমাম মাওলানা মুহিউদ্দীন বারী,
মানববদ্ধনে বক্তব্য রাখেন:– চাতরী হাজী বাগিচা জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামাত চাতরী শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, চাতরী আল আমিন বারিয়া দরসে নিজামী মাদ্রাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান, হাফেজ আব্দুর রহিম, মনছুর আলম, মিজান,জামাল প্রমুখ।